॥হেলাল মাহমুদ॥ গত ২০শে ফেব্রুয়ারী রাজধানী ঢাকার চকবাজারের অগ্নিকান্ডে নিহত আবৃত্তি শিল্পী বৃষ্টি ও দোলার স্মরণে গতকাল ৩০শে মার্চ বিকালে রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনারে আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের উদ্যোগে দেশব্যাপী আবৃত্তি উৎসবের অংশ হিসেবে রাজবাড়ীর প্রিয়তমাষু আবৃত্তি নিকেতন ও আবৃত্তি পরিষদ এই আবৃত্তি উৎসবের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর-উল-করিম। অন্যান্যের মধ্যে আবৃত্তি পরিষদের সভাপতি নূরুল হক আলম, সহ-সভাপতি কবি হেলাল মাহমুদ, প্রিয়তমাষু আবৃত্তি নিকেতনের সভাপতি মিরুনা বানু মুন, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাঈদা খানমসহ আয়োজক সংগঠন ২টির সদস্যগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বৃষ্টি ও দোলার স্মরণে ১মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সাজিনূর সুলতানা, সাদিয়া আফরিন ও তুলিসহ সংগঠন দু’টির সদস্যরা কবিতা আবৃত্তি করে।