॥মোক্তার হোসেন॥ মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ পাংশা উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
গতকাল ২৯শে মার্চ সকালে স্থানীয় মিডিয়া কমিউনিটি সেন্টারে স্থানীয় লেখক, কবি, সাহিত্যিকদের সমন্বয়ে এক সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ীর সভাপতি সালাম তাসির এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইউসুফ বাশার আকাশ উপস্থিত ছিলেন।
কমিটিতে রয়েছেন ঃ সভাপতি অধ্যাপক আবুল হোসেন মল্লিক, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার, সহিদুর রহমান ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শরিফ মোঃ কায়কোবাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মুহম্মদ সবুর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম, সাহিত্য সম্পাদক মোহাম্মদ ফিরোজ হায়দার, প্রচার-প্রকাশনা ও দপ্তর সম্পাদক এবাদত আলী শেখ, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক সুমী খোন্দকার, কার্যনির্বাহী সদস্য ডাঃ ধীরেন্দ্রনাথ বিশ্বাস, মোল্লা মাজেদ, উত্তম মিত্র, স্বপন ভট্টাচার্য, সন্ধ্যা রানী, ষড়জিৎ বিষ্ণু শ্যাম, নয়ন সাহা ও শম্পা রহমান। আগামী ৫ই এপ্রিল দুপুরে নবগঠিত এ কমিটির সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।