॥রবিউল ইসলাম॥ রাজবাড়ী শহরের বিনোদপুরে গত ২৮শে মার্চ দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একটি বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ওই বাড়ীর ৩টি কক্ষে ভাড়া থাকা ৩টি পরিবারের আসবাবপত্রসহ অন্যান্য মালামাল পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
বাড়ীটির মালিক নূরুল ইসলাম সপরিবারে ফরিদপুরে বসবাস করায় তার ভগ্নিপতি আব্দুল মালেক বাড়ীটি দেখাশোনা করেন। আব্দুল মালেক বলেন, রাত সাড়ে ১২টার আসলাম নামের এক ভাড়াটিয়া আমাকে ঘুম থেকে ডেকে তুলে আগুন লাগার কথা জানায়। পরে আমি আশপাশের লোকজনকে ডেকে তুলি এবং ফায়ার সার্ভিসে খবর দেই।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার আব্দুল হালিম জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে আগুনের সূত্রপাত হয়েছে।