॥এম.এইচ আক্কাছ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বরাট ক্লাব হাউজ পাঠাগারের পক্ষ থেকে মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
গত ২৬শে মার্চ বিকালে গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্স এলাকায় সাংবাদিক এইচ এম আক্কাসের অফিস থেকে বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বরাট ক্লাব হাউজ পাঠাগারের সম্পাদক শামীম বিশ^াসের নিজস্ব অর্থায়নে গোয়ালন্দ প্রপার হাই স্কুল, নাজির উদ্দিন সরকারী হাই স্কুল ও আক্কাছ আলী হাই স্কুলসহ কয়েকটি বিদ্যালয় থেকে ২০১৮ সালের জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার স্বরূপ বই, জ্যামিতি বক্সসহ অন্যান্য শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয়।
অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে এসব তুলে দেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নূরুল ইসলাম। এ সময় বরাট ক্লাব হাউজ পাঠাগারের সম্পাদক শামীম বিশ^াস, গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আক্তার হোসেন, নাজির উদ্দিন হাই স্কুলের সহকারী শিক্ষক রেজাউল করিম ও গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাতুল আহম্মেদ সজল প্রমুখ উপস্থিত ছিলেন।