শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:৫৯ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ক্যান্সারে আক্রান্ত পুলিশ সদস্যের পরিবারকে অনুদান দিলেন এসপি

  • আপডেট সময় শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯

॥রবিউল খন্দকার মজন্॥ু স্তন ক্যান্সারে আক্রান্ত বালিয়াকান্দি থানার কনস্টেবল জাহাঙ্গীর হোসেনের স্ত্রী মাহমুদা বেগম রিতার চিকিৎসার জন্য ২লক্ষ ৪হাজার ৬০টাকা দিয়েছে জেলা পুলিশের সদস্যরা।
গতকাল ২৮শে মার্চ দুপুরে পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম,পিপিএম-সেবা তার অফিস কক্ষে মাহমুদা বেগম রিতার হাতে এই অনুদানের অর্থ তুলে দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম এবং ডিআইও-১ মির্জা আবুল কালাম আজাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, পিপিএম-সেবা বলেন, আমাদের কনস্টেবল জাহাঙ্গীর হোসেনের স্ত্রী দীর্ঘদিন স্তন ক্যান্সারে ভুগছেন। কিন্তু জাহাঙ্গীর বিষয়টি আমার কাছে বলেনি। একদিন জাহাঙ্গীরের স্ত্রী মাহমুদা আমার কাছে এসে তার অসুস্থ্যতার কথা জানায়। পরে আমি সকল পুলিশ সদস্যের কাছে বিষয়টি তুলে ধরে সাহায্য দেওয়ার কথা বলি এবং তারা যার যার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করে। সেই অর্থ আজ তার হাতে তুলে দিলাম।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, কনস্টেবল জাহাঙ্গীরের স্ত্রীর চিকিৎসার জন্য পুলিশ সদস্যরা মিলে ১লক্ষ ৫৪হাজার ৬০টাকা উত্তোলন করে পুলিশ সুপারের কাছে জমা দেয়। পরে তিনি(পুলিশ সুপার) ব্যক্তিগতভাবে আরো ৫০হাজার টাকা যোগ করে মোট ২ লক্ষ ৪হাজার ৬০টাকা জাহাঙ্গীর ও তার স্ত্রীর হাতে তুলে দেন।
কনস্টেবল জাহাঙ্গীর হোসেন বলেন, তার স্ত্রী গত ১বছর যাবৎ স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের কোলকাতার ঠাকুরপুর ক্যান্সার হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এ জন্য তারা আর্থিক সংকটের মধ্যে আছে। চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করায় তিনি পুলিশ সুপারসহ সকল পুলিশ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!