॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সরকারী কলেজের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল গতকাল ২৮শে মার্চ সকাল ১০টায় কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন ভাজনচালা মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ ইলিয়াস মোল্লা। এ সময় কলেজের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।