॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আর.এম.ও) ডাঃ মোঃ আলী আহ্সান তুহিন(৪২) গতকাল ২৮শে মার্চ রাত পৌনে ৮টার দিকে ঢাকা হৃদরোগ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, গত ২৬শে মার্চ রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ রহিম বক্স, সদর হাসপাতালের তত্বাবধায়ক দিপক কুমার বিশ^াসসহ কয়েকজন চিকিৎসকের সাথে ঢাকা ডিজি অফিসে একটি প্রশিক্ষণে যান ডাঃ মোঃ আলী আহ্সান তুহিন। গতকাল ২৮শে মার্চ বিকেলে প্রশিক্ষণ শেষে সেখান থেকে বের হওয়ার পথে অসুস্থ্য হয়ে পড়েন ডাঃ তুহিন। এ সময় দ্রুত তাকে ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে নেয়া হয়। কিন্তু সেখানে কোন চিকিৎসক না থাকায় তাকে ঢাকা হৃদরোগে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৭টা ৪০মিনিটের দিকে তিনি মারা যান। তার বাড়ী রাজবাড়ী শহরের কলেজপাড়া এলাকায়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১কন্যা রেখে গেছেন।
এদিকে ডাঃ মোঃ আলী আহ্সান তুহিনের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে রাজবাড়ীর সর্বত্রই শোকের ছায়া নেমে আসে।
এমপি ও ডিসি’র শোক প্রকাশ ঃ রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আলী আহ্সান তুহিনের অকাল মৃত্যুতে রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী এবং জেলা প্রশাসক মোঃ শওকত আলী গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে পৃথক শোকবার্তায় তারা মরহুম ডাঃ মোঃ আলী আহ্সান তুহিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।