বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

কোলকাতার সম্প্রীতি যাত্রা সাইকেল র‌্যালী গোয়ালন্দ থেকে ঢাকার পথে

  • আপডেট সময় শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯

॥গোয়ালন্দ প্রতিনিধি॥ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ওয়ালটন সম্প্রীতি যাত্রা সাইকেল র‌্যালী কোলকাতা থেকে তারা রাজবাড়ী ঘুরে গোয়ালন্দ থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে দৌলতদিয়া ঘাট দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করে।
বাংলাদেশের মীরপুরের উৎস্বর্গ ফাউন্ডেশন ও নড়াইলের এসএম সুলতান শিশু চারুকলা ফাউন্ডেশনের আমন্ত্রণে কোলকাতার ফুটবল লাভার এসোসিয়েশন সাইকেল যাত্রার আয়োজন করে।
মাদকদ্রব্য বর্জন, মাদমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ওয়াল্টন সম্প্রীতি যাত্রা সাইকেল র‌্যালীটি কোলকাতার দমদম শহর থেকে গত ২৪শে মার্চ রওয়ানা করে। ২০ সদস্যের এই সম্প্রীতি যাত্রা দলের দল নেতা হিসেবে নেতৃত্ব দিচ্ছে কোলকাতা ফুটবল লাভার এসোসিয়েশনের ধারাভাষ্যকার মিহির দাস।
দলের দলনেতা মিহির দাস জানান, গত ২৫শে মার্চ সকালে যশোর বেনাপোল বন্দর দিয়ে প্রবেশ করে গত ২৭শে মার্চ সন্ধ্যায় রাজবাড়ী পৌছে। গতকাল ২৮শে মার্চ সকালে রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী সাইকেল র‌্যালী যাত্রা দলের প্রতিনিধিদের সাথে পতাকা উত্তোলন করে তাদের জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়।
দুপুরের দিকে তাঁরা মানিকগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা করলে বেলা দেড়টার দিকে গোয়ালন্দ অতিক্রম করে দৌলতদিয়া ফেরী ঘাটে পৌছে।
মিহির দাস জানান, তরুণ সমাজকে বাঁচাতে ও সাধারণ সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে প্রচারণা চালাতে বাংলাদেশের দুটি সংগঠনের আমন্ত্রণে ছুটে এসেছি শত শত মাইল। গত শুক্রবার মানিকগঞ্জ থেকে ঢাকায় পৌছলে ছুটি থাকায় রাত্রি যাপন শেষে ৩০শে মার্চ দুপুরে আমন্ত্রিত সংগঠন মীরপুরের উৎস্বর্গ ফাউন্ডেশনের আয়োজিত অনুষ্ঠানে যোগ দিব। ওইদিন রাতে সড়ক পথে বাসে কোলকাতার উদ্দেশ্যে ফিরে যাওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!