॥গোয়ালন্দ প্রতিনিধি॥ গতকাল বৃহস্পতিবার গোয়ালন্দ পৌরসভার বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সততা ষ্টোর চালু হয়েছে। সকালে সততা ষ্টোর উদ্বোধন করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু।
দুর্নীতি প্রতিরোধ কমিটির বরাদ্দকৃত ১৭হাজার টাকা ব্যয়ে বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় সকালে বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের বারান্দায় গতকাল চালু করা সততা ষ্টোর উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মালেক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম সফি, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল বাসার, প্রধান শিক্ষক ফরিদা আক্তার, সাংবাদিক আসজাদ হোসেন, রাশেদ রায়হানসহ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও অভিভাবকবৃন্দ।