॥চঞ্চল সরদার॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সোনালী অতীত ক্লাব রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গতকাল ২৮শে মার্চ বিকালে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে আলোচনা সভা ও প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত হয়।
এ সময় সোনালী অতীত ক্লাব রাজবাড়ী শাখার সহ-সভাপতি এরশাদুন্নবী সেলু, সাধারণ সম্পাদক শাজাহান মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক রাশেদ আহমেদ, ক্রীড়া সম্পাদক এডঃ আহম্মদ আলী বাটু, দপ্তর সম্পাদক মনজুর এলাহী রোকন, কোষাধ্যক্ষ এনামুল কবির, সদস্য শেখ ফরিদুর রহমান, নিতাই দাস, মীর লায়েক আলী, ফারুক আহমেদ ও মোজাম্মেল হক মোজামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রাজবাড়ী ও বেলগাছী খেলোয়াড়দের মধ্যে অনুষ্ঠিত ভলিবল খেলায় রাজবাড়ী চ্যাম্পিয়ন হয়।