॥স্টাফ রিপোর্টার॥ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি দল গত ২৩শে ফেব্রুয়ারী রাত সোয়া ১১টার দিকে কুষ্টিয়া সদর থানার চৌড়হাস ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ২রাউন্ড গুলি ও ২০ বোতল ফেনসিডিলসহ মাদক সম্রাজ্ঞী হিসেবে খ্যাত মোছাঃ কামিনী (৪০)কে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত কামিনী দীর্ঘদিন ধরে আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল ও অস্ত্র সীমান্ত এলাকা থেকে এনে কুষ্টিয়াসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করে আসছিল।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে অস্ত্র আইনে কুষ্টিয়া মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত কামিনী কুষ্টিয়া চৌড়হাস ফুলতলার মোঃ আজাদের স্ত্রী।