॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামের প্রয়াত হরিপদ সাহার বাসভবনে শ্রীশ্রী কালীপূজা ও রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে।
প্রয়াত হরিপদ সাহা ও প্রয়াত শোভা রানী সাহার স্মৃতি রক্ষায় ১১তম বার্ষিকীতে গত ২৬শে মার্চ শ্রীশ্রী কালী পূজা ও ভাগবত পাঠের মধ্যে দিয়ে লীলা কীর্তনের অধিবাস শুরু হয়। গতকাল ২৭শে মার্চ রাতে লীলা কীর্তনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ। এ সময় সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমের সহধর্মিনী মিসেস শাহিদা হাকিম, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য আঃ সাত্তার খান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির প্রমুখ উপস্থিত ছিলেন। লীলা কীর্তন পরিবেশন করেন ভারতের পশ্চিমবঙ্গের জগন্নাথ ঘোষ, কানন মন্ডল ও কৌশিক ব্যানার্জী।