রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ গতকাল ২৭শে মার্চ দুুপুরে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিমের পাংশাস্থ বাসভবনে গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, সহ-সভাপতি আঃ সাত্তার খান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী সরদার, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন আলী প্রমুখ উপস্থিত ছিলেন -মাতৃকণ্ঠ।