গণহত্যা দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গতকাল ২৫শে মার্চ সন্ধ্যায় রেলগেটের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পমাল্য অর্পণ ও মোমবাতি প্রজ্জ্বালন করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সহ-সভাপতি এডঃ গণেশ নারায়ণ চৌধুরী, হেদায়েত আলী সোহ্রাব, পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ উজির আলী শেখ ও জেলা শ্রমিক লীগের সভাপতি রকিবুল ইসলাম পিন্টুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন -মাতৃকণ্ঠ।