॥কালুখালী প্রতিনিধি॥ গণহত্যা দিবস উপলক্ষে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৫শে মার্চ সন্ধ্যায় কালুখালী রেলস্টেশন সংলগ্ন বদ্ধভূমিতে মোমবাতি প্রজ্বলন করা হয়।
মোমবাতি প্রজ্বলনের পর ১৯৭১ সালের ২৫শে মার্চের কালরাতের শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার, সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া ইসলাম লুনা, কালুখালী থানার ওসি এস.এম আবু ফরহাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক তনয় চক্রবর্তী শম্ভু, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সার্জেন্ট(অবঃ) আকামত আলী মন্ডল, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল খালেক মাস্টার, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মোল্লা, দেওয়ান আরাফাত হোসেন, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল ইসলাম জোয়ার্দ্দার, রতনদিয়া ইউপি আওয়ামী লীগের সভাপতি খোন্দকার আনিসুল হক বাবু ও সাধারণ সম্পাদক শাহ্ আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।