Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গণহত্যা দিবসে বালিয়াকান্দিতে মুক্তিযোদ্ধাদের কণ্ঠে স্মৃতিচারণ

॥তনু সিকদার সবুজ॥ গণহত্যা দিবস উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৫শে মার্চ সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে গণহত্যার স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা সমাজসেবা অফিসার অজয় কুমার হালদার, অবসরপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা খায়রুল বাশার খান, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মিয়া, আব্দুল মমিন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।