॥তনু সিকদার সবুজ॥ গণহত্যা দিবস উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৫শে মার্চ সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে গণহত্যার স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা সমাজসেবা অফিসার অজয় কুমার হালদার, অবসরপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা খায়রুল বাশার খান, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মিয়া, আব্দুল মমিন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।