গতকাল ২৩শে মার্চ রাতে ৩টি বেসরকারী কয়েকটি টিভি চ্যানেলের স্ক্রলে ‘রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসি’-মর্মে সংবাদ প্রচারিত হয়। এ বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। গতকাল ২৩শে মার্চ রাতে এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন এবং মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতিমূলক সভা এবং সদর হাসপাতালের স্বাস্থ্য সেবা কমিটির সভায় অংশগ্রহণ করার জন্য গত ১৭ই মার্চ থেকে ১৯শে মার্চ পর্যন্ত আমি রাজবাড়ীতে অবস্থান করে ঢাকায় চলে আসি। উল্লেখিত দলীয় এবং সরকারী কর্মসূচীতে অংশগ্রহণ করা ছাড়া আমি উপজেলা নির্বাচনের কোন প্রচারণা বা অন্য কিছুর সঙ্গে সম্পৃক্ত হইনি। টিভি’র স্ক্রলে আমার সম্পর্কে এ ধরনের সংবাদ দেখে আমি মর্মাহত হয়েছি। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সংবাদ পরিবেশনের সাথে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানাচ্ছি -প্রেস বিজ্ঞপ্তি।