॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও উন্নয়ন সমন্বয় কমিটির পৃথক সভা গতকাল ২০শে মার্চ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম।
এছাড়া উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেন পাংশা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান শাহিদা আহম্মেদ।
উভয় সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।
আইন-শৃঙ্খলা কমিটির সভায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ, পাংশা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান শাহিদা আহম্মেদ, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার চাঁদ আলী খান, উপজেলা আনসার ও ভিডিপি অফিসের ইউআই সৈয়দা শাহানা সুলতানা, মাছপাড়া ইউপির চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো, হাবাসপুর ইউপির চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম মন্ডল, পাট্টা ইউপির চেয়ারম্যান আব্দুর রব মোনা বিশ্বাস, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান মোঃ ইমান আলী সরদার, মৌরাট ইউপির চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান প্রামানিক, কসবামাজাইল ইউপির চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খান ও পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিসহ দেশের সার্বিক উন্নয়ন হয়েছে। মানুষ আজ সুখে শান্তিতে বসবাস করছে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসীরা যাতে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল কার্যক্রম জোরদারের পরামর্শ রেখে মাদক নির্মূলে থানা পুলিশ প্রশাসনকে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা প্রদানের আহবান জানান তিনি।