॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গতকাল ২০শে মার্চ পাংশা-কালুখালী শিক্ষা কল্যাণ ট্রাস্টের ত্রি-বার্ষিক সাধারণ সভা-২০১৯ অনুষ্ঠিত হয়।
ট্রাস্টের সভাপতি ও খাগজানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে.এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন। তিনি শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আখতার, ট্রাস্টের সাবেক সভাপতি রেজাউল করিম, সাবেক সাধারণ সম্পাদক কে.এম নজীব উল্লাহ প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আসন্ন পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সফুরা খাতুন, আখরজানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকলেসুর রহমান, যশাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোসেন খান প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ত্রি-বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ট্রাস্টের সাধারণ সম্পাদক ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলম। অনুষ্ঠানে পাংশা ও কালুখালী উপজেলার ৬৩টি উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক উপস্থিত ছিলেন।