॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গতকাল ২০শে মার্চ সকালে মন্দির ভিত্তিক স্কুলগুলোর শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক ফারজানা তানিয়ার সভাপতিত্বে প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বালিয়াকান্দি উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত, বিশেষ অতিথি হিসেবে জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ^াস, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উপজেলা মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার, অন্যান্যের মধ্যে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা সমন্বয়ক বিধান রায়, ফিল্ড সুপারভাইজার কৃষ্ণপদ সরকার ও তালতলা সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি বিকাশ চন্দ্র রায় প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বালিয়াকান্দি উপজেলার মন্দির ভিত্তিক ২২টি স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।