॥মাহফুজুর রহমান॥ রাজবাড়ীর আধুনিককৃত সদর হাসপাতাল ক্যাম্পাসে লাশ কাটা ঘর(মর্গ) স্থাপন না করার দাবীতে পৌরসভার ৫নং ওয়ার্ডের এলাকাবাসী ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
গতকাল ১৯শে মার্চ সকালে রাজবাড়ীর সিভিল সার্জনের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে ৫নং ওয়ার্ডের বাসিন্দা মীর শাহরিয়ার হোসেন, একেএম আব্দুল আওয়াল, আলতাফ হোসেন, স্বাধীন শেখ, ফজলে রাব্বী শাকিল, তমাল, আকাশ, আবিরসহ স্থানীয় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী এবং সিভিল সার্জন ডাঃ রহিম বক্সের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনকারীদের দাবী, সদর হাসপাতালের ভিতরে বা আশেপাশে লাশ কাটা ঘর(মর্গ) স্থাপন হলে এলাকার পরিবেশ নষ্ট হওয়াসহ নানা অসুবিধা হবে।