॥হেলাল মাহমুদ॥ রাজবাড়ী জেলার কালুখালীতে ৪১ ভরি ওজনের ভারতীয় স্বর্ণালঙ্কারসহ আঃ করিম(৩২) নামের এক বাসযাত্রীকে পুলিশ গ্রেফতার করেছে।
গতকাল ১৯শে মার্চ দুপুর ১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার পাইকারা মোড় নামক স্থানে চুয়াডাঙ্গা ডিলাক্স(যশোর-ব-১১-০০৬৭) নামের একটি বাস থেকে তাকে গ্রেফতার করে পাংশা হাইওয়ে থানার পুলিশ। গ্রেফতারকৃত আঃ করিম কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বইয়াকুড়ি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
হাইওয়ে পুলিশের ফরিদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা হাইওয়ে থানার পুলিশ বাসটি থামিয়ে তল্লাশী করে ভারতীয় স্বর্ণালঙ্কারসহ আঃ করিমকে আটক করে। স্বর্ণালঙ্কারগুলো তার দুই পায়ের হাঁটুর নীচে অ্যাংলেটের মধ্যে বিশেষভাবে লুকিয়ে বহন করছিল। তার স্বীকারোক্তি অনুযায়ী, স্বর্ণালঙ্কারগুলো সে ভারত থেকে সংগ্রহ করে চোরা পথে ঢাকায় নিয়ে যাচ্ছিল।
পাংশা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারগুলোর মধ্যে রয়েছে ঃ ৩৯ পিস নেকলেস ও ৯ জোড়া কানের দুল, যার ওজন ৪১ ভরি ৮ আনা। মূল্য আনুমানিক ১৭ লক্ষ টাকা। উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারসহ গ্রেফতারকৃত আঃ করিমকে কালুখালী থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।