॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার রাইনগরের ‘বুনন আর্ট স্পেস’ এর পক্ষ থেকে দুই গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল ১৯শে মার্চ বিকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে তাদেরকে সম্মাননা ও স্মারক প্রদান করা হয়।
সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদ্বয় হলেন ঃ রাজবাড়ী সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ লেখক ও গবেষক প্রফেসর ড. ফকীর আব্দুর রশিদ এবং রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আব্দুল গফুর।
বুনন আর্ট স্পেসের প্রতিষ্ঠাতা পরিচালক ও একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর-উল-করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পাংশা বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যক্ষ এটিএম রফিক উদ্দিন ও প্রাক্তন শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সম্মাননা অনুষ্ঠান শেষে সঙ্গীত পরিবেশন করেন সুমন আহমেদ।