॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এনএটিপি-২ এর আওতায় গতকাল ১৯শে মার্চ সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে সিআইজিভুক্ত কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকরাম হোসেনের পরিচালনায় প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান। এ সময় উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে সিআইজিভুক্ত ৩০জন কৃষক অংশগ্রহণ করে।