॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সফুরা খাতুন তার কলস প্রতীকের সমর্থনে গতকাল ১৯শে মার্চ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
সফুরা খাতুন পাংশা উপজেলার ঐতিহ্যবাহী মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পাংশা পৌরসভা মহিলা লীগের সভাপতি। তার স্বামী মরহুম মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান চুন্নু।
জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে তিনি পাংশা পৌরসভা এবং দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার যশাই, হাবাসপুর, বাবুপাড়া, মাছপাড়া ও বাহাদুরপুর ইউপিতে গণসংযোগ করেন।
গণসংযোগকালে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সফুরা খাতুন তার কলস প্রতীক জয়যুক্ত করার ব্যাপারে সকলের কাছে ভোট প্রার্থনা করেন। প্রতীক বরাদ্দের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগের ফলে সফুরা খাতুনের কলস প্রতীকের পক্ষে জনমত গড়ে উঠছে।