॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার উদ্যোগে গত ১৭ই মার্চ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পাংশা পৌরসভার মেয়র ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আল মাসুদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা পৌরসভার প্যানেল মেয়র ও পাংশা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওদুদ সরদার, পাংশা পৌরসভার কাউন্সিলর লাবলু বিশ্বাস, বাদশা মন্ডল, আবুল হোসেন শেখ, আব্দুল আলীম মুন্সী ও মোতালেব হোসেন মোল্লা, আওয়ামী লীগ নেতা রাম দাস দত্ত, আব্দুর রব মাস্টার, তামেজ শিকদার তামীম, ওমর আলী ও আমিরুল ইসলাম তোতা প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা নওশাদ আলী চৌধুরী, মোস্তাফিজুর রহমান, সৈয়দ নূর-ই-আলম ইমরোজ, সুব্রত কুমার দাস সাগর, সুব্রত কুমার দে, তোফায়েল আহম্মেদসহ পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।