॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী শহরের পাবলিক হেলথ মোড়ে নিউ তাজ মটরস এন্ড মেশিনারীজ দোকানে বিভিন্ন কোম্পানীর ৩৭টি ব্যাটারী চুরির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে থানা পুলিশ ১০জন চোরকে গ্রেফতার ও চুরি হওয়া ২৫টি ব্যাটারী উদ্ধার করেছে।
গত ১৬ই মার্চ ডিবি’র সহযোগিতায় রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেয়া তথ্যে চুরি কাজে ব্যবহৃত ১টি কাভার্ড ভ্যান, ১টি মাইক্রোবাস, ২টি তালার কাটার হাইড্রোলিক কাটার জব্দ করা হয়।
গতকাল ১৭ই মার্চ রাত ৮টায় সদর থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, বিপিএম,পিপিএম-সেবা।
গ্রেফতারকৃতরা হলো ঃ রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর ২নং ওয়ার্ডের জব্বার সরদারের ছেলে ফারুক সরদার(২৫), ইন্দ্রনারায়নপুর গ্রামের বাবু মিয়ার ছেলে রুবেল(২৮), একই গ্রামের হান্নান ভূইয়ার ছেলে মহাসীন(৩২), গঙ্গাপ্রসাদপুর গ্রামের আবুল শেখের ছেলে মেহেদী শেখ(২০), গোয়ালন্দ উপজেলার চর কাচরন্দ গ্রামের লুৎফর রহমান চৌধুরীর ছেলে মাসুদ চৌধুরী(৪৮), চর বরাট গ্রামের হায়াত আলী মোল্লার ছেলে হযরত আলী(২৮), পাবনা জেলার আমিনপুর উপজেলার সাগরকান্দি গ্রামের মৃত খলিল শেখের ছেলে রাজু শেখ(২৫), ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ঘোড়াখালী গ্রামের জহুর কাজীর ছেলে আখের আলী(২৪), দবির মোল্লার ছেলে সুজন মিয়া(২১) ও গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার বল নারায়নপুর গ্রামের আশরাফ কাজীর ছেলে মিজান কাজী(২৭)।
পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ চোর দলের সদস্য। তাদের সাথে বিভিন্ন জেলার আরো চোরদের সম্পৃক্ততা রয়েছে। তারা রাজবাড়ী, ফরিদপুর. গোপালগঞ্জ ও মানিকগঞ্জসহ বিভিন্ন জেলায় চুরির সাথে জড়িত। উদ্ধার হওয়া কাভার্ড ভ্যান তারা চুরির কাজে ব্যবহারের উদ্দেশ্যেই তৈরী করেছিল। ওই কাভার্ড ভ্যানের কোন রেজিস্টেশন নম্বরও নেই। চোরাই মালামাল তারা মানিকগঞ্জের একটি কারখানায় বিক্রি করতো। পরে সেখান থেকে কারখানার লোকজন অন্যত্র বিক্রি করতো। এ চক্রের সাথে জড়িত অন্যান্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ৫ই মার্চ দিবাগত গভীর রাতে রাজবাড়ী শহরের পাবলিক হেলথ মোড়ে নিউ তাজ মটরস এন্ড মেশিনারীজ দোকানে চুরি হয়। অজ্ঞাত চোরেরা ওই দোকানের সার্টারের তালা ভেঙে বিভিন্ন ধরণের ৩৭টি ব্যাটারী সেট চুরি করে নিয়ে যায়। যার মূল্য ৩লক্ষ ৫৯হাজার টাকা। পরে ওই দোকানের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা যায় অজ্ঞাত চোরেরা মাইক্রোবাস ও কাভার্ড ভ্যান নিয়ে এসে দোকানের সার্টারের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর তারা দোকানের মালামাল চুরি করে মাইক্রোবাস ও কভার্ড ভ্যানযোগে গোয়ালন্দ মোড়ের দিকে চলে যায়।
এ ঘটনায় গত ১৬ই মার্চ দোকান মালিক রফিকুল আলম স্বপন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে রাজবাড়ী থানায় মামলা করেন। রাজবাড়ী থানার মামলা নং-৩৩, ধারাঃ ৪৬১/৩৮০। এর আগে শহরের পান্না চত্বর, অংকুর স্কুল মার্কেট ও চিত্রা মার্কেট এলাকায়ও একই কায়দায় চুরির ঘটনা ঘটে।