॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দে গতকাল ১৭ই মার্চ উপজেলায় প্রাথমিক শিক্ষা উপকরণ মেলায় প্রথম স্থান, উপজেলার মধ্যে ভালো ফলাফলকারী প্রাথমিক বিদ্যালয় ও সেরা শিক্ষিকা হিসেবে পুরস্কার প্রদান করেছে উপজেলার উজানচর ইউনিয়নের হাজী দুদুখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন আক্তার ইতিকে।
গতকাল রবিবার জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে সেরা হওয়ায় উপজেলা প্রশাসন পুরস্কার তুলে দেন নাসরিন আক্তার ইতির হাতে।
জানা যায়, সদ্য শেষ হওয়া উপজেলার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উপজেলার মধ্যে ভালো ফলাফল করায় উজানচর হাজী দুদুখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সেরা ঘোষণা করা হয়। একই সঙ্গে বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরীন আক্তার এবারও উপজেলার সেরা স্কুল শিক্ষিকা নির্বাচিত হন। সেই সাথে গত শনিবার প্রাথমিক শিক্ষা উপকরণ মেলায় অংশ গ্রহণকারী সবকটি স্টলের মধ্যে নাসরিন আক্তার ইতির সঞ্চালনায় এবং উপস্থাপনায় উজানচর ইউনিয়নের ষ্টলটিকে সেরা ঘোষণা করা হয়।
গতকাল ১৭ই মার্চ দুপুরে উপজেলা পরিষদের উন্মুক্ত মঞ্চে আয়োজিত বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে উপজেলার সেরা হওয়ার গৌরব অর্জন করায় নাসরিন আক্তার ইতির হাতে পুরস্কারগুলি তুলে দেওয়া হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মালেকের উপস্থাপনায় পুরস্কার তুলে দেন উপজেলার নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু। এ সময় সহকারী কমিশনার(ভূমি) মোঃ আব্দুল্লাহ আল-মামুন, জেলা পরিষদ সদস্য ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুজ্জামান মিয়া, সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, উপজেলা স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।