॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে গতকাল ১৬ই মার্চ শিক্ষামেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে শিক্ষা মেলার আয়োজন করা হয়। উপজেলার ৮টি ক্লাস্টার শিক্ষা মেলায় পৃথক ৮টি স্টল দেয়।
জানা যায়, বিকেল ৫টায় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা শিক্ষা অফিসার মোঃ বছির উদ্দিন। শিক্ষামেলায় পাংশা সদর ক্লাস্টার প্রথম স্থান, মৌরাট ক্লাস্টার দ্বিতীয় স্থান ও বাহাদুরপুর ক্লাস্টার তৃতীয় স্থান লাভ করে। শেষে প্রথম স্থান, দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান লাভকারী ক্লাস্টারের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। শিক্ষামেলায় অংশ নেওয়া অন্যান্য ক্লাস্টারের শান্তনা পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তাগণ প্রাথমিক শিক্ষার দীপ্তি উন্নত জীবনের ভিত্তি প্রতিপাদ্য বিষয়ে করেন।