রমজান মাসে বাংলা ভিশন টিভিতে প্রচারিত হওয়া ইসলামী রিয়েলিটি শো ‘পুষ্টি পবিত্র কোরআনের আলো’ হিফজুল কোরআন প্রতিযোগিতা রাজবাড়ী জেলা পর্যায়ের বাছাই অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৫ই মার্চ রাজবাড়ী শহরের শ্রীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবস্থিত ইমাম আসিম তাহিফজুল কোরআন ইন্টাঃ মডেল মাদ্রাসায় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২২টি মাদ্রাসার ৫৫জন প্রতিযোগী এতে অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য নূরে আলম সিদ্দিকী হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আহম্মদ খান এবং হাজী মোঃ দোলোয়ার হোসেন।
প্রধান বিচারক ছিলেন শায়েখ হাফেজ মাওলানা ক্বারী সালাউদ্দিন (দাঃ বাঃ)। সার্বিক তত্বাবধানে ছিলেন ক্বারী সামসুল আলম। এছাড়াও স্থানীয় ওলামায়ে কেরামগণসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষকগণ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীকে ইয়েস কার্ড ও মেডেল দেওয়া হয়। তারা আগামী ১৭ই মার্চ ফরিদপুর বিভাগীয় অডিশনে অংশগ্রহণ করবে ।
উল্লেখ্য, বিগত ১০ বছর ধরে পবিত্র রমজান মাসে বাংলা ভিশন টিভিতে ইসলামী রিয়েলিটি শো ‘পুষ্টি পবিত্র কোরআনের আলো’ শীর্ষক হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। আগামী রমজান মাসে এর ১১তম পর্ব অনুষ্ঠিত হবে -প্রেস বিজ্ঞপ্তি।