Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় এয়াকুব আলী বিদ্যাপিঠে প্রধান শিক্ষকের বেত্রাঘাতে ছাত্র হাসপাতালে!

॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা শহরের এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র সাকিন সরদার (১২)কে গতকাল ১৪ই মার্চ সকালে লাইব্রেরীতে ডেকে নিয়ে বেত্রাঘাত করে নির্যাতনের অভিযোগ উঠেছে। এতে অসুস্থ হয়ে পড়লে তাকে পাংশা হাসপাতালে ভর্তি করা হয়।  পাংশা হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র সাকিন সরদার জানায়, সকাল সাড়ে ৯টার দিকে বাড়ী থেকে স্কুলে এসে ক্লাসে ব্যাগ রেখে নিচে নামলে ৭ম শ্রেণির ছাত্র নাফিজ তাকে ডেকে বলে যে তুমি কি রুবেলের ভাই। সাকিন হাঁ বললে হেড স্যার তোমাকে ডেকেছে বলে জানায় নাফিজ। নাফিজের কথামত প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেনের লাইব্রেরী কক্ষে গেলে প্রধান শিক্ষক সাকিনকে বেত্রাঘাত করে। সাকিন বেত্রাঘাতের কারণ জানতে চাইলে তাকে পুনরায় বেত্রাঘাত করে। বেত্রাঘাতের পর তাকে ক্লাসে পাঠায়ে দেওয়া হয়। অসুস্থ অবস্থায় দুপুর দেড়টার দিকে বাবুপাড়া ইউপির ব্রহ্মপুর গ্রামের বাড়িতে যাওয়ার পর প্রধান শিক্ষক কর্তৃক কোনো কারণ ছাড়াই বেত্রাঘাত করার কথা জানালে বাড়ীর লোকজন তাকে পাংশা হাসপাতালে ভর্তি করে। সাকিন সরদার এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের পদ্মা শাখার ছাত্র। তার ভর্তি রোল নং-৪১। তার পিতা জিলানী সরদার কাতার প্রবাসী।  এ ব্যাপারে সাকিনের বড় চাচা ব্রহ্মপুর গ্রামের তায়জাল সরদার জানান, তার ভাতিজা সাকিন সরদার খুই নরম স্বভাবের ছেলে। সে ওই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। পাশাপাশি সে পবিত্র কোরআনের হাফেজ। প্রধান শিক্ষক কোনো মহলের ইন্দনে সাকিনকে অমানবিকভাবে নির্যাতন করেছে। সরকারী উর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়টি তদন্ত করার দাবী জানান তিনি।  এ ব্যাপারে প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ছাত্র সাকিনের বেয়াদবী করার কারণে বেত্রাঘাতের কথা স্বীকার করেন তিনি।