॥মাহফুজুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের তমিজউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ে গতকাল ১৪ই মার্চ উৎসবমুখর পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের ১৪৩৭জন শিক্ষার্থী ভোটারের ভোট গ্রহণের জন্য তৈরি করা হয়েছে ৫টি বুথ। স্টুডেন্ট কেবিনেটের ৮টি পদের বিপরীতে বিদ্যালয়ের ৫টি শ্রেণীর ১৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতিটি বুথে ভোট দেওয়ার জন্য ভোটাররা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে।
ভোটগ্রহণ ও গণনা শেষে নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার জানায়, ১৪৩৭ জন ভোটারের মধ্যে ৯৯৮ জন ভোট দিয়েছে। তার মধ্যে ৪৩টি ভোট বাতিল হয়েছে।
প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ৯৬৯ ভোট পেয়ে ১০ম শ্রেণীর ছাত্রী অনামিকা কুন্ডু প্রথম, ৯৫৫ ভোট পেয়ে দেওয়ান যারিন তাসনিম দ্বিতীয়, ৮৮৬ ভোট পেয়ে ৯ম শ্রেণীর সাদিয়া সুলতানা তৃতীয় হয়েছে। এছাড়া ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী সাবেকুন নাহার নিপা, ৭ম শ্রেণীর তাসরিফা রাশেদ, ৮ম শ্রেণীর আফরিনা ইয়াসমিন ও কুররাতুন ইসলাম মিম ও ৭ম শ্রেণীর উর্মি খাতুন জয়লাভ করেছে। নির্বাচন চলাকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিউল্লাহ, ম্যানেজিং কমিটির সদস্য মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন মিয়া, নিমাই দত্ত প্রমুখ নির্বাচন পর্যবেক্ষণ করেন।