॥মনির হোসেন॥ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে গতকাল ১৩ই মার্চ সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সামনে থেকে র্যালীটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
সেখানে উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) আব্দুর রশিদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য অফিসার আব্দুস সালাম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মাইনুল ইসলাম হাওলাদার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ কাজী আলমগীর, উপ-খাদ্য পরিদর্শক একরাম হোসেন খান, রতনদিয়া ইউপি আওয়ামী লীগের সভাপতি আনিছুল হক বাবু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সামছুল আলম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তনয় চক্রবর্তী শম্ভু, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সেলিনা খাতুন, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।