॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশায় এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাব্রতী অধ্যাপক আবদুল ওয়াহাব স্মরণে গতকাল ১২ই মার্চ সন্ধ্যায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি অধ্যাপক মোঃ আবুল হোসেন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান, পাংশার ইতিহাস গ্রন্থের লেখক শেখ মুহম্মদ সবুর উদ্দিন, পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি মুহম্মদ ফিরোজ হায়দার, কবি মোল্লা মাজেদ, কবি এবাদত আলী শেখ, এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবের লাইব্রেরীয়ান মোঃ মোকাদ্দেছ হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অধ্যাপক নিরঞ্জন কুমার দাস, অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম, আইডিয়াল গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, খাগজানা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিবনাথ সরকার, পরানপুর ডিএস দাখিল মাদরাসার সুপার চৌধুরী গোলাম মোস্তফা, তারাপুর দাখিল মাদরাসার সুপার মোঃ আবদুল কাদির, বড়-ঘিকমলা মহিলা দাখিল মাদরাসার সুপার মোঃ মারুফ চৌধুরী, এনজিও ভোর্ড’র কো-অডিনেটর মোঃ হাবিবুল্লাহ, পারভেল্লাবাড়ীয়া দাখিল মাদরাসার সহকারী মওলানা মোঃ লিয়াকত আলী, জাতীয় পার্টির নেতা মোঃ শহিদুল, এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের পাঠক মোঃ মুরাদ হোসেন, রেজাউল করিমসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
বক্তারা মরহুম অধ্যাপক আবদুল ওয়াহাব-এর কর্ম ও জীবনীর উপর স্মৃতিচারণমূলক আলোচনা করেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেন। অনুষ্ঠানে উপস্থাপনা করেন মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মোক্তার হোসেন।