॥স্টাফ রিপোর্টার॥ “শুদ্ধতায় বহুদুর যাব-একদিন বিশ্বাসে বিশালতা ছোঁব”- এ শ্লোগানকে সামনে রেখে গত ৮ই মার্চ রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুরে আপন শিল্পী গোষ্ঠীর ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। অনুষ্ঠান চলে বিকাল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আলমগীর হুসাইন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা এস.এম. নওয়াব আলী ও আলীপুর ইউপি চেয়ারম্যান শওকত হাসান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আপন শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি সংগীত গুরু মোঃ মোয়াজ্জেম হোসেন মজনু।
আলোচনা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আলমগীর হুসাইন, মোয়াজ্জেম হোসেন মজনু, সাংবাদিক আশিফ মাহমুদ, আনিসুজ্জামান জাহাঙ্গীর, ক্ষেপী তুলি, মুন্নী, কাকলী, রতœা, তাবাসসুম, কল্যান, শাজিননুর সুলতানা, জুঁই, দিপালী লালনী, সাজিদ, সাথী বাউল, ক্ষ্যাপানুর, শাহানা পারভীন শানু, মুক্তা পারভীন, রাসেল, ফিরোজ বাউল, কামরুল হাসান খোকন, আব্দুল করিম, সংগীতা সাহা, আজাদ, রানী বাউল, যুথি আক্তর, শোভা বাউল, জহির শাহ্, আদিবাসি শংকর প্রমূখ শিল্পীগণ সংগীত পরিবেশন করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন স্বস্তিকা, ক্ষণা, ফারজানা, আদিবাসি অর্চি, স্নিগ্ধা, প্রেমা ও রিয়া।