সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:০২ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা॥কালুখালীতে যাত্রী ছাউনী ভাঙ্গার সাথে জড়িতরা রেহাই পাবে না— জেলা প্রশাসক মোঃ শওকত আলী

  • আপডেট সময় সোমবার, ১১ মার্চ, ২০১৯

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১০ই মার্চ সকাল সাড়ে ১০টায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে সভায় কামিটির উপদেষ্টা রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী খান এ শামীম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কে.বি.এম সাদ্দাম হোসেন ও জেলা জাসদের (ইনু) সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমেদ নিজাম মন্টু প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, বিভিন্ন সরকারী সরকারী দপ্তরের কর্মকর্তাগণ ও কমিটির অন্যান্য সদস্যগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় কমিটির উপদেষ্টা রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, আগামী ২৪শে মার্চ তারিখে রাজবাড়ীর ৪টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আশা করি সরকার ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজবাড়ীর সদর হাসপাতালের যে মর্গ (লাশকাটা ঘর) রয়েছে সেটি যাতে রাজবাড়ী সদর হাসপাতালের মধ্যে করা যায় সে জন্য আমরা একটি টিম করে পরিদর্শন করে কোথায় হলে ভালো হয় সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করব। রাজবাড়ীর কয়েকটি ব্যাটারীর দোকানের তালা কেটে চুরির ঘটনা ঘটেছে। এতে অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি আশা করব জেলা পুলিশ এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে চুরির ঘটনার সাথে সম্পৃক্তদের ধরতে পারবে।
তিনি বলেন, যেসব ইটভাটায় কাঠ পোড়ানো হচ্ছে সেগুলোর বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে তারা কঠ পোড়ানো বন্ধ করে। রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শ্রীপুর বাস টার্মিনাল থেকে জেলখানা পর্যন্ত ২য় ফেজ ও জেলখানা থেকে পাংশার শিয়ালডাঙ্গী পর্যন্ত হাইওয়ের কাজের গতি অত্যন্ত মন্থর। বর্তমানে এই রাস্তা দিয়ে অনেক কষ্ট করে যান চলাচল করছে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান তাদের কাজের গতি বাড়িয়ে কাজ সমাপ্ত করবে। রাজবাড়ী বিদ্যুৎ বিভাগ আগামী জুন মাসের মধ্যে জেলায় শতভাগ বিদ্যুতায়ন করবে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মাদকের ব্যপারে কোন ছাড় দেওয়া হবে না। জেলা থেকে মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তিনি আরো বলেন, রাজবাড়ী রেলওয়ের মাঠটি যাতে আরো সুন্দর হয় সেই জন্য রেলের মাঠের হাফ বাউন্ডারী করার জন্য আমি দশ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, আগামী ২৪শে মার্চ ৩য় ধাপে রাজবাড়ী জেলার ৪টি উপজেলায় এবং ৫ম ধাপে কালুখালী উপজেলায় যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি যাতে সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দরভাবে সম্পন্ন করা যায় সে বিষয়ে প্রধানমন্ত্রীর মূখ্য সচিবের মাধ্যমে বিভাগীয় কমিশনার, বিভাগীয় কমিশনারদের মধ্যেমে জেলা প্রশাসকদের এবং নির্বাচন কমিশন থেকে কঠোর নির্দেশনা রয়েছে। সুতরাং যে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি যাতে অবাধ ও নিরপেক্ষ হয় সে বিষয়ে লক্ষ্য রেখে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। বিগত সময়ে জেলার আইন-শৃঙ্খলা ভালো থাকলেও গত দুই মাসে বেশ কয়েকটি ব্যাটারীর দোকানে চুরির ঘটনা ঘটেছে। পুলিশ সুপারের বাসভবনের পাশে টাউন হল মার্কেটের একটি দোকানে এবং পাবলিক হেলথ মোড়ের একটি দোকানে চুরির ঘটনায় আমার কাছে জিডির কপিসহ জানানো হয়েছে। এর মধ্যে পাবলিক হেলথ মোড়ের দোকান থেকে ২৪ লক্ষ ৬৫ হাজার টাকার মালমাল চোরেরা নিয়ে গেছে বলে দোকানী আমাকে জানিয়েছে। আমি আশা করি শহরের মানুষের সার্বিক নিরাপত্তার বিষয়টি চিন্তা করে এই ধরনের চুরি রোধে জেলা পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে এবং যে সব দোকানে চুরি হয়েছে তার সাথে সংশ্লিষ্ট চোরদের ধরার ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
জেলা প্রশাসক বলেন, কালুখালী উপজেলা চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী কালুখালী বাসস্ট্যান্ডে জেলা পরিষদের জায়গায় নির্মিত একটি যাত্রী ছাউনী মহাসড়কের কাজের অজুহাতে ভেঙ্গে ফেলা হয়েছে। যাত্রী ছাউনীটি ভাঙ্গার পর আমি একজন সংবাদিকের মাধ্যমে জানতে পারি। জেলা পরিষদের অভিযোগের ভিত্তিতে আমি বিষয়টি তদন্ত করেছি। তদন্ত প্রতীয়মান হয়েছে, রাস্তার কাজে নিয়োজিত ভেকুর হেলপারকে দিয়ে রাতের আঁধারে যাত্রী ছাউনীটি ভাঙ্গা হয়। যিনি ভাঙ্গার কাজটি করিয়েছেন তিনি কিছুটা দূরে বসে ভাঙ্গার কাজটি প্রত্যক্ষ করেন। কারণ এই যাত্রী ছাউনীর পাশে তার জমি রয়েছে। নিজের স্বার্থে জমির পথ পরিষ্কার করার জন্য তিনি জেলা পরিষদের এই যাত্রী ছাউনীটি ভেঙ্গেছেন বলে তদন্তে পাওয়া যায়। এই বিষয়ে জেলা পরিষদ থেকে কালুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জেলা প্রশাসক মোঃ শওকত আলী আরো বলেন, যাত্রী ছাউনীটি ভেঙ্গে ফেলার সাথে যে ব্যক্তিই এর সাথে জড়িত হোক না কেন, জেলা পুলিশ তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।
এছাড়াও তিনি তার বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলার বিভিন্ন বিষয়, মাদক প্রতিরোধ, ইট ভাটা, ভেজাল খাদ্য ও মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা, নির্বাচন কমিশনের নির্দেশনা, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কাজের অগ্রগতি, হাসপাতালে সার্বক্ষণিক গাইনী ডাক্তারের ব্যবস্থা, শ্রীপুর বাস টার্মিনাল চালুর ব্যাপারে গৃহীত পদক্ষেপ, ঈদগাঁহর সম্প্রসারণ, জেলা পরিষদের যাত্রী ছাউনী ভাঙ্গা, রাজবাড়ী পৌরসভার পয়ঃনিষ্কাশন ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান তার বক্তব্যে বলেন, যেহেতু যাত্রী ছাউনী ভাঙ্গার বিষয়ে একটি মামলা হয়েছে এবং ভেকু মেশিনের যে হেলপার এই কাজটি করেছে তাকে শনাক্ত করা সম্ভব হয়েছে সেহেতু তাকে ধরার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। আমরা আশা করছি অতি অল্প সময়েই তাকে ধরে এর সাথে সংশ্লিষ্টদের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে।
তিনি বলেন, রাজবাড়ীতে কিছু দিন ধরে বিভিন্ন দোকানে যে চুরি হচ্ছে তার সাথে রাজবাড়ীর বাইরের চোরেরা জড়িত। তারা অত্যাধুনিক সব সরঞ্জাম দিয়ে তালা কেটে চুরি করছে। আমরা আশা করি অতি অল্প সময়ের মধ্যে আমরা এদের ধরার ব্যাপারে সফলতা পাব। যে খুনের ঘটনাগুলো ঘটেছে সেসব বিষয়ে পুলিশ খুনের মোটিভসহ এর সাথে জড়িতদের শনাক্ত করতে পেরেছে। ভবিষ্যতে জেলা পুলিশের তৎপরতা আরো বৃদ্ধিসহ আগামী উপজেলা পরিষদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে বিষয়ে পুলিশ বিভাগ তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবে।
এছাড়াও সভায় জেলা আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!