Site icon দৈনিক মাতৃকণ্ঠ

এমপি’র সাথে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যানের সাক্ষাত

গত ৭ই মার্চ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নূরুল ইসলাম গতকাল ৮ই মার্চ রাত ৮টায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলীর সঙ্গে তার রাজবাড়ী শহরের সজ্জনকান্দাস্থ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব নূরুজ্জামান মিয়া, উজানচর ইউপির সাবেক চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন গেঁদু, যুবলীগ নেতা শফিকুল ইসলাম সুজ্জল, কামরুল ইসলাম কলেজের শিক্ষক জাকির হোসেন ও শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীও নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সবাইকে মিষ্টিমুখ করান -হেলাল মাহমুদ।