গত ৭ই মার্চ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নূরুল ইসলাম গতকাল ৮ই মার্চ রাত ৮টায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলীর সঙ্গে তার রাজবাড়ী শহরের সজ্জনকান্দাস্থ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব নূরুজ্জামান মিয়া, উজানচর ইউপির সাবেক চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন গেঁদু, যুবলীগ নেতা শফিকুল ইসলাম সুজ্জল, কামরুল ইসলাম কলেজের শিক্ষক জাকির হোসেন ও শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীও নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সবাইকে মিষ্টিমুখ করান -হেলাল মাহমুদ।