ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার পরিষদের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার সকালে চাঁদপুর বাসস্ট্যান্ড মোড়ে স্থাপিত বঙ্গবন্ধুর ভাষ্কর্যে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। এ সময় কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম এবং উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন -মাতৃকণ্ঠ।