॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে গতকাল ৬ই মার্চ সকালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ান-স্টপ ক্রাইসিস সেল(ওসিসি) ও এফএইচ এসোসিয়েশন মিডওয়েস্ট রিজিয়ন পাংশা ব্যানার সহকারে মানববন্ধন কর্মসূচিতে যোগ দেন।
জানা যায়, গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সামনে সড়কে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, পাংশা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আহম্মেদ, যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আখতার ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার এম.এ.নাহারসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার এম.এ.নাহার আন্তর্জাতিক নারী দিবসের ‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’ প্রতিপাদ্য বিষয়ে আলোচনা করেন। সেই সাথে আগামী শুক্রবার ও শনিবার দু’দিন উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত নারী উন্নয়ন মেলা ও আলোচনা সভায় আমন্ত্রণ জানানো হয়।