॥স্টাফ রিপোর্টার॥ হৃদরোগের সমস্যায় সিংগাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুুল কাদেরের সুস্থ্যতা কামনায় রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্র্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি এ.জে মিন্টুর ব্যক্তিগত উদ্যোগে গতকাল ৫ই মার্চ বাদ আসর সজ্জনকান্দা মধ্যপাড়া(পাবলিক হেলথ) জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ন কবির চৌধুরী, ৫নং ওয়ার্র্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাসান গাজী, সহ-সভাপতি শিপু চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক কাজী মোকছেদুল আলম, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীগণ এবং বিপুল সংখ্যক মুসল্লী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে ওবায়দুল কাদেরের দ্রুত সুস্থ্যতা কামনা করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ মাসুদুর রহমান।
উল্লেখ্য, আওয়ামী লীগ নেতা এ.জে মিন্টু দীর্ঘদিন ধরে ব্যক্তিগত উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু ও শেখ রাসেলের জন্মদিন ও শাহাদত বার্ষিকীতে মসজিদে-মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে আসছেন।