॥স্টাফ রিপোর্টার॥ বিএসটিআই’র নির্দিষ্ট পরিমাপের বেশী জায়গা জুড়ে নামফলক ব্যবহার করায় রাজবাড়ীর পাংশা উপজেলার ৩টি ইট ভাটাকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল ২৫শে ফেব্রুয়ারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পাংশা উপজেলার দলাগিলা এলকাার কেএন্ডবি ব্রিকসকে ৫০ হাজার, আরএন্ডবি ব্রিকসকে ২৫ হাজার এবং কেএন্ডএস ব্রিকসকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কে ধারণা দেয়া হয় এবং আইনটি সম্বলিত লিফলেট বিতরণ করে আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়। রাজবাড়ী জেলা প্রশাসন, স্যানিটারী ইন্সপেক্টর ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা এই অভিযানে সহযোগিতা করে।