॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক রোগীকে ওষুধ কিনে দিয়েছেন।
গতকাল ২৫শে ফেব্রুয়ারী দুপুরে তিনি উপজেলা সমাজসেবা অধিদপ্তরের রোগী কল্যাণ সমিতির তহবিল থেকে ওই রোগীর মা সেলিনা বেগমের হাতে ১২শত টাকা মূল্যের ওষুধ তুলে দেন। এ সময় উপজেলা সমাজসেবা অফিসার অজয় কুমার হালদার উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা বলেন, উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামের দরিদ্র কৃষক জাহাঙ্গীর সেখের বিবাহিত কন্যা বসন্ত রোগে আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ওষুধ কিনতে না পেরে তার মা-বাবা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছিল। খবর পেয়ে আমি তাদের সাথে কথা বলে সমাজসেবা অধিদপ্তরের রোগী কল্যাণ সমিতির ফান্ড থেকে প্রেসক্রিপশন অনুযায়ী ১২শত টাকার মূল্যের ওষুধ কিনে দিয়েছি।