॥রফিকুল ইসলাম/কবির হোসেন॥ রাজবাড়ীর কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে গতকাল ১৯শে ফেব্রুয়ারী দুপুরে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় বরাট ভাকলা স্কুল এন্ড কলেজ গোয়ালন্দ প্রপার হাই স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মঞ্জুর মোর্শেদ বাদশার পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বরাট ভাকলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুশীল দত্ত তাপস।
অনুষ্ঠানে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের পাশাপাশি ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হওয়া বরাট ভাকলা স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্র তীর্থ দত্তকে ট্রফি এবং টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮টি দলকে ৪হাজার টাকা করে যাতায়াত খরচ প্রদান করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান বলেন, খেলাধুলা মনকে প্রফুল্ল করে। বর্তমানে যুব সমাজ বাজে আড্ডা ও অসৎ সঙ্গে নষ্ট হয়ে যাচ্ছে। এদেরকে ফিরিয়ে আনার একমাত্র মাধ্যম হচ্ছে খেলাধুলা। খেলাধুলার মধ্যে বর্তমানে সবচেয়ে উৎকর্ষ সাধন করেছে ক্রিকেট। তিনি টুর্নামেন্টের আয়োজক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ এডঃ তসলিম আহম্মেদ তপন এবং সদস্য দেবদাস চক্রবর্তী ও জাকির হোসেন টুটুলসহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।