॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে পুনরায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ।
গতকাল ২৪শে ফেব্রুয়ারী সকালে তিনি ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।
গত ২৩শে ফেব্রুয়ারী বিকালে গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় বালিয়াকান্দি উপজেলাসহ তৃতীয় ধাপের ১২৭টি উপজেলার দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। পরে দলের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের নাম ঘোষণা করেন।
উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করার জন্য শেখ হাসিনা দলের তৃণমূলের মতামতকে প্রাধান্য দিয়ে জনপ্রিয় ও ত্যাগী নেতাদের মূল্যায়নের ভিত্তিতে দলীয় প্রার্থী চূড়ান্ত করার নির্দেশ দিয়েছন। সেই লক্ষ্যে বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে ৩জন প্রার্থীর নাম চূড়ান্ত করে কেন্দ্রে পাঠানো হয়। তাদের মধ্যে আবুল কালাম আজাদ মনোনয়ন পেলেন। পর পর ২য় মেয়াদে বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়া ছাড়াও তার আগে টানা ৪ মেয়াদে তিনি নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।