॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ এনএটিপি-২ প্রকল্পের আওতায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসের আয়োজনে গতকাল ২৪শে ফেব্রুয়ারী সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে সিআইজিভুক্ত কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সিআইজি ব্যবস্থাপনা ও লিডারশীপ ডেভেলপমেন্ট বিষয়ক প্রশিক্ষণে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত উপ-পরিচালক ড. মোশারফ হোসেন, বালিয়াকান্দি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান আতিক প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বালিয়াকান্দি উপজেলার জঙ্গল, বহরপুর ও ইসলামপুর ইউনিয়নের সিআইজিভুক্ত ৬০ জন কৃষক ও কৃষাণী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।