॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা জানান, এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বালিয়াকান্দির কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, শুদ্ধ বাংলা বানান প্রতিযোগিতা, শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা, একুশের তাৎপর্য শীর্ষক আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচী পালনের জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সবার সহযোগিতায় আমরা যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করতে চাই।