॥শাহ ফারুক হোসেন॥ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের গড়াই নদীতে প্রভাবশালীদের ছত্রছায়ায় কিছু লোক অবৈধভাবে বাঁশের বাঁধ দিয়ে কারেন্ট জালের সাহায্যেঅবাধে মাছ শিকার করছে। এদের দাপটে প্রকৃত জেলেরা নদীতে মাছ শিকার থেকে প্রায় বঞ্চিত হতে চলেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীতে বেআইনীভাবে বাঁশ দিয়ে বাঁধ ও কারেন্টর জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে। তাদের সাথে কথা বলে জানা যায় প্রতি বছরই নাকি তারা এভাবে মাছ শিকার করে থাকে। কিন্তু এভাবে ছোট-বড় মাছ শিকার করতে থাকলে প্রাকৃতিকভাবে মাছের বংশবৃদ্ধি হ্রাস পাবে এবং দেশী মাছ বিলুপ্ত হবে। প্রকৃত জেলেদের দাবী তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।
এ বিষয়ে মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিরিন শারমিন খান বলেন, নদীতে বাঁধ দিয়ে মাছ ধরার কোন আইনী বৈধতা নেই। সরেজমিনে গিয়ে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।