॥স্টাফ রিপোর্টার॥ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে আয়োজিত ৪ দিনব্যাপী একুশে বইমেলায় সদর উপজেলার পাঁচুরিয়া ভিত্তিক শিক্ষার্থীদের সংগঠন এলবিডিএ (লোকাল ব্লাড ডোনার এসোসিয়েশন)’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থা করা হয়েছে।
গতকাল ১৯শে ফেব্রুয়ারী বিকালে ৪ দিনব্যাপী এই রক্তের গ্রুপ নির্ণয়ের কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে এলবিডিএ’র সভাপতি ও ঢাকার ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্র সৈয়দ আহমেদ সাকিব, সংগঠনের উপদেষ্টা সাদমান সাকিব রাফি, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক অমিত হাসান, সদস্য আফরোজা, সুমন, উর্মি, শ্রাবণী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রথম দিনে প্রায় ৬০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ কার্যক্রম আগামী ২২শে ফেব্রুয়ারী একুশে বইমেলা চলাকালীন সময়ে বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলার ২০ নং স্টলে অব্যাহত থাকবে বলে উদ্যোক্তাদের সূত্রে জানা গেছে।